Friday, October 4, 2024

ভারতে পাচারের সময় দেড় কোটি টাকার সোনার বারসহ একজন আটক

- Advertisement -

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে এক কোটি ষাট লাখ সত্তর হাজার পাঁচশ আঠাশ টাকা মূল্যের ১১টি সোনার বার জব্দ করা হয়েছে। জব্দ সোনার ওজন এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। এই সোনা ভারতে পাচারের অভিযোগে জাকির হোসেন (৩১) নামের একজনকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জাকির সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে। বিজিবি জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা বিজিবি অধিনায়কের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। সীমান্তের লক্ষ্মদাড়ী এলাকায় বিজিবির ভোমরা বিওপির হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল অবস্থান নেয়। এ সময় সেখান থেকে জাকির হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১১টি সোনার বার পাওয়া যায়। ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় বিজিবি। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

রাতদিন সংবাদ,জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত