বেনাপোল সীমান্ত থেকে রিয়া মোড়ল (২৪ ) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ । শুক্রবার সকালে সীমান্তের বাহাদুরপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রিয়া মোড়ল শার্শা উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল জব্বার কাটুর ছেলে।তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ভারতের বাঁশঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন বিজিবির সুবেদার সরোয়ার হোসেন। বিজিবির ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন বলেন, ‘এলাকার মানুষের মাধ্যমে জানতে পারি সীমান্তে ২৬ মেইন পিলার হতে টি পিলার তিনের কাছে কাঁটাতারের বেড়ার কাছে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে সিও স্যারকে জানানোর পর ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করে।’ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেনাপোল প্রতিনিধি