Wednesday, October 9, 2024

বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

- Advertisement -

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল:– যশোরের  বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে একটি ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। রোববার (২৯  সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া পাকা রাস্তা এলাকায় অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালান টি উদ্ধার করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়। তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, অস্ত্র, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।  আটককৃত অস্ত্র ও গুলি  বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে  জমা দেওয়া হয়েছে জানান তিনি।

রাতদিন সংবাদ,জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত