Monday, December 2, 2024

বেনাপোল সিমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

- Advertisement -

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্টথানার পুটখালী সিমান্ত থেকে ৮৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করে ফেনসিডিল উদ্ধার করা হয়। 

 

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পুটখালী সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী পশ্চিমপাড়া নামক স্থান দিয়ে মাদক চোরাকারবারীরা ভারত হতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। 

 

উক্ত সংবাদ প্রাপ্তির পর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় পুটখালী বিওপি’র একটি টহল দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা টহল দলের নিকটবর্তী আসলে তাদেরকে থামার সংকেত দিলে চোরাকারবারীদের সাথে থাকা বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৮৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। তিনি আরও জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচারকারীসহ যে কোন প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে ও জানান বিজিবি কর্মকর্তা।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত