- Advertisement -
যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ প্রাইমারি স্কুলের সামনে মানিক নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মানিক ওই বেজপাড়া মেইন রোডের আব্দুল মান্নানের ছেলে।
মানিকের বড় ভাই ইব্রাহিম হোসেন হিরা এজাহারে উল্লেখ করেছেন, তার ভাই মানিকের সাথে একই এলাকার লিপনের ছেলে নিরবের পূর্ব শত্রুতা ছিলো। গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মানিক উল্লেখিত স্থানে গেলে পেছন থেকে একটি ধারালো দা দিয়ে কোপ মারে। সে সময় মানিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থান অবনতি হওয়ায় তাকে দুত ঢাকায় রেফার্ড করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানানো হয়েছে।
-রাতদিন সংবাদ
- Advertisement -