যশোর সদর উপজেলার বিরামপুরে অবৈধ সাইকেল হাট পরিচালনার অভিযোগে শুক্রবার দুজনকে আটক করেছে পুলিশ। উপশহর ক্যাম্পের পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে খাজনা আদায়ের রশিদও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন-বিরামপুরের আব্দুল মান্নানের ছেলে সাগর ওরফে ভাগ্নে সাগর ও স্থানীয় নারী ইউপি সদস্য মুক্তার ভাই রাহাত। তাদের কাছ থেকে পুলিশ খাজনা আদায়ের রশিদও জব্দ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর উপশহর ইউনিয়নের বিরামপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাইসাইকেল ও রিকশার হাট পরিচালনা করে আসছে একটি চক্র। এই চক্রের অধিকাংশ সদস্য আবার মাদকের কারবারের সাথেও জড়িত। তারা বাইসাইকেল হাট থেকে অবৈধভাবে খাজনা আদায়ও করে থাকেন। সেখানে কোন রিকশা অথবা বাইসাইকেল বিকিকিনি হলে অবৈধ হাট পরিচালনাকারীরা শুধু খাজনা আদায় নয়, রীতিমতো রশিদও দিয়ে থাকেন ক্রেতাকে। কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে অবৈধ বাইসাইকেল হাট বসানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারণে কোন পদক্ষেপ নেয়না। এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে উপশহর ক্যাম্পের পুলিশ বিরামপুরের ওই বাইসাইকেল হাট পরিচালনাকারী দুজনকে ধরে নিয়ে গেছে। উপশহর ক্যাম্প পুলিশের এএসআই রিপন মিয়া জানান, উর্দ্ধতন কর্র্তৃপক্ষের নির্দেশে ভাগ্নে সাগর ও রাহাতকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারা এ সময় হাট পরিচালনার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। তবে তারা দাবি করেছেন, তাদের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। কোতয়ালি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, ওই দুজনকে তারা ডেকে এনেছেন হাট পরিচালানার কোন কাগজপত্র আছে কি-না তা জানার জন্য। যোগাযোগ করা হলে উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসেনুর রহমান লিটু জানান, বিরামপুরের ওই হাট অবৈধ। তারা কোনদিন সেখানে বাইসাইকেল হাট বসানোর জন্য ইজারা দেননি।
বিশেষ প্রতিনিধি