Wednesday, September 18, 2024

বাঘারপাড়ায় গাঁজাগাছ সহ ব্যবসায়ী আটক

- Advertisement -

বাঘারপাড়ায় ছয়ফুট গাজাগাঁছা সহ একলাছ হোসেন বিশ্বাস (৩৮)  নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের আইসি জুম্মান খানের নেতৃত্বে শনিবার বিকাল ৪টার রাঘবপুর গ্রামের এক বেগুন ক্ষেতে অভিযান চালিয়ে তাকে  আটক করে।  আটক এখলাছ হোসেন গাইদঘাট গ্রামের মহরআলী বিশ্বাসের ছেলে।আটকের সময় তার বেগুনক্ষেত হতে একটি ছয়ফুট লম্বা গাজা গাছ ও তারনিকট হতে৫০গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বাঘারপাড়া থানা পুলিশ।

বাঘারপাড়া প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত