বগুড়ার কাহালু উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে আলাউদ্দিন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের হায়দার আলীর ছেলে। তার বিরুদ্ধে গাজীপুর, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও চুরিসহ মোট ৮টি মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শাহীনুজ্জামান।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে কাহালু থানার ওসি শাহীনুজ্জামান বলেন, রাতে সাতজনের একটি দল চুরি করার উদ্দেশ্যে বুড়ইল গ্রামের একটি বাড়িতে ঢোকে। গৃহকর্তা মতিউর রহমানের ছেলে নূর আলম (২৭) চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করেন। পরিবারের অন্য সদস্যরা ছুটে এলে চোরেরা পালানোর চেষ্টা করে। একপর্যাায়ে পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন। এ সময় বাড়ির পাশের মাঠে একজনকে আটক করে মারধর করা হয়। পিটুনিতে আলাউদ্দিন নামে ওই ব্যক্তি নিহত হন।
ওসি শাহীনুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক/ এহসান জামিল-২৮