Tuesday, October 15, 2024

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে মামলা

- Advertisement -

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিটে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নাজমুল হোসেন তিনজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন।

আসামিরা হলেন রাজারহাটের ইউনিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক বেজপাড়ার বাসিন্দা রাজু আহমেদ আরিফ, রামনগর খানপাড়ার আব্দুল হালিম এবং শহরের পোস্ট অফিস পাড়ার শামীম হোসেন।

এজাহারে নাজমুল হোসেন উল্লেখ করেছেন, ইট ভাড়া ব্যবসা সংক্রান্ত আসামি আরিফের কাছে তিনি ৬ লাখ টাকা পান। ওই টাকা না দিয়ে তিনি ঘুরাতে থাকেন। গত ৫ আগস্ট বিকেলে ৫টার দিকে তিনি রাজারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আসামি রাজুর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাকে দেখে বাকি টাকা চান। সে সময় টাকা না দেয়ায় তার সাথে তর্কবিতর্ক হয়। পরে বলেন ‘জানিস না দেশ স্বাধীন হয়েছে। কিসের টাকা’। এই বলে তাকে স্প্রিং পাতি দিয়ে মারপিট করে। তার সাথে থাকা অন্য আসামিরা তাকে মারপিট করে। পরে আশেপাশের লোকজন ঠেকিয়ে দিলে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর এই ঘটনায় আদালতে পিটিশন দাখিল করলে বিচারকের নির্দেশে থানা পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

রাতদিন সংবাদ/আর কে-০৭

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত