ঢাকার সাভারের স্কুলছাত্রী নিলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।শুক্রবার ২৫ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নির্মল কুমার দাস।অন্য গ্রেপ্তাররা হলেন, সাভারের দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরী, একই এলাকার সিরাজুল ইসলাম সিরুর ছেলে সাকিব, ও জয়। তারা সবাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০ টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে সাকিব ও জয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নীলা রায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।এর আগে মিজানের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা দুজনও এই মামলার এজাহারভুক্ত আসামি।
অনলাইন ডেস্ক