অপচিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় যশোর জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নেতৃত্বে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকের অপারেশন থিয়েটার ‘সিলড’ করা হয়।
জানা গেছে, এ সপ্তাহ আগে শহরতলী আরবপুর এলাকার শ্রাবণ ইসলামের স্ত্রী অনন্যা রহমান বৃষ্টি সিজারিয়ানের জন্য দেশ ক্লিনিকে ভর্তি হন। অপারেশন পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাতে ঢাকায় রেফার করে ক্লিনিক কর্তৃপক্ষ। ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর রোগীর মৃত্যু হয়। ওই বেসরকারি হাসপাতাল থেকে জানানে হয়েছে রোগী দেশ ক্লিনিকে অপচিকিৎসার শিকার হয়েছেন।
অভিযানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাতদিন সংবাদ/আর কে-০৯