- Advertisement -
যশোর সদর উপজেলার বাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলো, বাউলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আল আমিন এবং শিপনের ছেলে রানা ।
ওই গ্রামের মোস্তফা কামাল (৪২) এজাহারে উল্লেখ করেছেন, তিনি গত শনিবার বিকেলে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায়। সেসময় খেলার বিষয় নিয়ে তাদের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা চাকু, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে। তা ঠেকাতে গেলে ঝুমঝুমপুর গ্রামের মনিরের ছেলে সাকিবকে মারপিট করে। পরে হুমকি দিয়ে চলে যায়। পরে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
-রাতদিন সংবাদ
- Advertisement -