দানবীর হাজী মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের জমি বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান সভাপতি, প্রধান শিক্ষকসহ ১২ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
রোববার মুড়লী স্কুলপাড়ার মৃত শেখ সামছুদ্দিনের ছেলে এসএম নুর ইসলাম লিকো বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্তকরে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি শেখ সালাউদ্দিন টিপু, দাতা সদস্য শেখ জামাল উদ্দিন টুটুল, সাবেক সভাপতি ও রমনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আল মামুন, ডালিম হোসেন, আলাউদ্দীন, ইশারোজন্নেছা, বুলবুল ইসলাম, মাহমুদা পারভীন, সুফিয়া তরফদার, বজলুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা অবস্থায় ২০১৯ সাল থেকে ২৪ সালের ১৭ এপ্রিল পর্যন্ত বিদ্যালয়ের ম্যনেজিং কমিটিতে ছিলেন। এরমধ্যে আসামিরা বিদ্যালয়ের ফান্ড থেকে অর্থ বরাদ্দ দিয়ে ৩০ টি দোকান ঘর নির্মাণ করেন। এরপর সাড়ে সাত লাখ টাকা অগ্রীম ও ভাড়া চুক্তিতে বিভিন্ন ব্যক্তিদের বরাদ্দ দেন। এরমধ্যে বিদ্যালয়ের সভাপতি ম্যানেজিং কমিটির সভা ছাড়ায় তার ভাই দাতা সদস্য জামাল উদ্দিন টুটুলের নামে একটি ঘর নামমাত্র ভাড়ায় ৫০ বছর মেয়াদে বরাদ্দ দিয়ে দেন। এহেন কর্মকান্ডে বিরোধীতা করে শাহজান হোসেন মেম্বর বাধা দেন। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ টি দোকানের ভাড়া তুলে আসামিরা বিদ্যালয়ের ফান্ডে জমা না দিয়ে আত্মসাত করেন।
এরমধ্যে এসএম নুর ইসলাম লিকো একটি ঘর বরাদ্দ নেয়ার জন্য সভাপতি ও প্রধান শিক্ষকের মৌখিক আবেদন করেন। তারা চলতি বছরের ২৯ জানুয়ারির ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করে ঘর বরাদ্দ দেয়া হবে বলে নিশ্চিত করেন। সভায় সভাপতি এক লাখ টাকা গ্রহন করেন ঘর বরাদ্দের অগ্রিম হিসেবে। আসমিরা এসএম নুর ইসলাম লিকোকে ঘর বরাদ্দ না দিয়ে টাকা আত্মসাত করেন। ১৭ এপ্রিল নুর ইসলাম লিকো বিদ্যালয়ে যেয়ে টাকা ফেরত চাইলে আসমিরা দিতে অস্বীকার করেন। পরে তিনি জানতে পারে আসামিরা ওই সভায় আলাউদ্দিন মুকুল নামে এক ব্যক্তিকে পাঁচ শতক জমি বরাদ্দ দিয়েছেন।
২২ এপ্রিল ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ তার আত্মীয়-স্বজন ও পছন্দের লোক দিয়ে নতুন কমিটি গঠন করেন। একই সাথে নিজেরা লাভবান হয়ে পূর্বের কমিটির সকল কাজ কর্মের বৈধ্যতা দেন। আসামিরা যোগসাজসে নিজরো লাভবান হওয়ার জন্য বে-আইননী ভাবে দোকানঘর বরাদ্দ ও ভাড়া আদায় করে আত্মসাত করায় তিনি আদালতে এ মামলা করেছেন।