Wednesday, December 4, 2024

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় পটুয়াখালীতে শ্রমিকদল নেতা বহিষ্কার

- Advertisement -

দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রুহুল আমিনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে মহিপুর থানা শ্রমিকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র ও সাধারণ সম্পাদক মাসুম ফরাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু বলেন, ‘দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। দলের সুনাম নষ্ট করলে কেউ ছাড় পাবে না। ব্যাপারে আমরা সর্বদাই সোচ্চার রয়েছি।’

এ বিষয়ে লতচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার বলেন, ‘দলের শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছি আমরা।’

মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুন্ন করলে কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সে দলের যত বড় নেতাই হোক।’

 

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত