আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নে সরকারের ২৭শতক সম্পত্তি দখলমুক্ত করেছেন ঝিকরগাছা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।
শনিবর দুপুরে নাভারন ইউনিয়নের ১০৯ নং করিমালী মৌজার ১নং খতিয়ানের ৬৩৮ দাগের ২৭ শতক সরকারের সম্পত্তি দখলমুক্ত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে যশোরের জেলা পরিষদের গণবিজ্ঞপ্তির সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, দীর্ঘ দিন ধরে সরকারি গেজেটভুক্ত এই জমি অবৈধভাবে দখল করে আসছিলের ওই গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে আব্দুল খালেক গং। বিষয়টি তদন্তপূর্বক তা দখলমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, থানার এস আই পলাশ হোসেন, নাভারন ইউনিয়নের নায়েব পারভিন নাহার, সাবেক নায়েব সালমা খাতুন, সার্ভেয়ার ফিরোজ আলম, পেশকার তৌফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকমীবৃন্দ।