Wednesday, December 4, 2024

ঝিকরগাছায় ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

- Advertisement -

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ’র নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান’র সার্বিক তত্ত্বাবধানে, থানা পুলিশ ৪০ বোতল ফেন্সিডিল সহ মোঃ সম্রাট হোসেন (২২) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।

সম্রাট শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের মহব্বত আলীর ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে পৌর বাজারস্থ বাসস্টান্ড সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কের পাশে জামান মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে বেনাপোল হতে যশোরগামী বাস থেকে মাদককারবারী মোঃ সম্রাট হোসেনকে গ্রেফতার করেন থানার এসআই (নিঃ) জিএম ইমরান হোসেন রাজু, এএসআই (নিঃ) ইয়াসিন আলী, এএসআই (নিঃ) জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

থানায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৪, তারিখ- ২৮/১১/২০২৪ইং। গ্রেফতারকৃত আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সম্রাট নামে এক ব্যক্তি মাদকদ্রব্য ফেনসিডিল সহ যশোরের দিকে যাচ্ছে। এরপর আমাদের জরুরী অফিসার সহ সঙ্গীয় ফোর্স আসামী কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

রাতদিন সংবাদ/ এহসান জামিল-২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত