Monday, October 7, 2024

ঝিকরগাছায় ইউপি সদস্যের সন্ত্রাসী কার্যক্রম ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ

- Advertisement -

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ইউপি সদস্যের সন্ত্রাসী কার্যক্রম ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ইউএনও’র নিকট মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে অভিযোগ দায়ের করেছেন মোঃ শহিদুল ইসলাম পল্লব (৪০) নামের এক ভুক্তভোগী পরিবারের সদস্য। অভিযোগকারী শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মোঃ সোহরাব হোসেনের ছেলে। উক্ত অভিযোগে বিবাদী করেছেন একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমান মেম্বার (৪০) সহ আরও অজ্ঞাতনামা ১৫/২০জনের নাম উল্লেখ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদির গ্রামের বাড়ি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জে.এল. ১৭ নং উত্তর রাজাপুর মৌজায় এস.এ. দাগ ১০১৭, আর.এস. দাগ ১৫৭৯ দাগের ৭.৮০একর জমি রায়-ডিক্রী প্রাপ্ত। উক্ত জমির বিষয়ে বিজ্ঞ আদালত থেকে আমাদের রায়-ডিক্রী প্রাপ্ত হয়। এছাড়াও বিজ্ঞ আদালতের কমিশনের মাধ্যমে লাল ফ্লাগ উত্তোলন করে দখল প্রদান করে। যাহা অভিযোগকারীরা নেটপাটা দিয়ে ভোগদখলে নিয়ে রাখে। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদেরকে উক্ত জমির উপর মামলার বিবাদী পক্ষদ্বয়ের উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। এমতাবস্থায় শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমান সহ আরও অজ্ঞাতনামা ১৫/২০জন আমাদের জমির উপর এসে শহিদুল ইসলাম পল্লবের পিতাকে মারধর করে ও বাড়িঘর ভাংচুর সহ জমির নেটপাটা ও বিজ্ঞ আদালতের টানানো লাল ফ্লাগ তুলে পুড়িয়ে ফেলেও খ্যান্ত হয়নি। তার জমিতে থাকা প্রায় ২০লক্ষাধিক টাকার মাছ লুট ও বিভিন্ন গাছ কর্তন করে তাদের পরিবারকে সর্বশান্ত করে দিয়েছে। গত ০৫ সেপ্টেম্বর অনুঃ বেলা ১১টার সময় শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমান সহ আরও অজ্ঞাতনামা ১৫/২০জন তাদের জমির উপর এসে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি ধামকি প্রদান করেছেন। এই বিষয়ে সঠিক ভাবে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন শহিদুল ইসলাম পল্লব। শিমুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মাহাবুর রহমান মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনটি রিসিভ করেনি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার বলেন, আজ একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির উপর ব্যবস্থা নেওয়ার জন্য, অভিযোগটি থানাতে প্রেরণ করা হয়েছে।

রাতদিন সংবাদ/জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত