Monday, November 4, 2024

জোনাল সেটেলমেন্ট অফিস সাবেক কপিস্ট আতাউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

- Advertisement -

যশোরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জোনাল সেটেলমেন্ট অফিসের সাবেক কপিস্ট আতাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে এ মামলাটি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আল আমিন।

আসামি আতাউর রহমান মনিরামপুর উপজেলার বাঙ্গালীপুর গ্রামের আছির উদ্দিন মোড়লের ছেলে এবং বর্তমানে যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার বাসিন্দা।

মামলার বিরণীতে জানা যায়, আতাউর রহমান ১৯৮৯ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরে কপিস্ট পদে নিয়োগপ্রাপ্ত হয়ে যশোর জোনাল সেটেলমেন্ট অফিসে যোগদান করেন। এরপর তিনি খুলনায় বদলি হয়ে যান। ২০১০ সালে তিনি খুলনা থেকে বদলি হয়ে ফের যশোর অফিসে যোগদান করেন। ২০২০ সালে তিনি অবসরে যান। পরে অনুসন্ধানে আতাউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন পন্থায় অবৈধ অর্থ উপার্জনের অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক তাকে সম্পদের বিবরণী দাখিল করতে বলে। তিনি ২০২৩ সালের ৫ জানুয়ারি তার সম্পদ বিবরণী দুদক কার্যালয়ে দাখিল করেন। সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেছেন, নিজ নামে যশোরে একটি ৪ তলা বাড়ি এবং ৬টি দলিল মুলে ক্রয়কৃত সদর ও মনিরামপুরে ১শ’ দশমিক ১ শতক জমিসহ মোট ১ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকার স্থাবর সম্পদ ও ১৩ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে। কিন্তু দুদকের অনুসন্ধানে প্রকাশ তার এক কোটি ১১ লাখ ৪৯ হাজার ৫০৮ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে তিনি জ্ঞাত আয় বহির্ভূত ৪৬ লাখ ৬৮ হাজার ৭৪৬ টাকার সম্পদ অর্জন করেছেন বলে বাদী উল্লেখ করেছেন।

রাতদিন সংবাদ/আর কে-০৭

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত