Saturday, October 12, 2024

চৌগাছায় ১৪ বোতল ফেনন্সিডিল সহ দুই জন গ্রেফতার

- Advertisement -

শ্যামল দত্ত চৌগাছা ( যশোর) প্রতিনিধি- যশোরের চৌগাছায় ১৪ বোতল ফেনন্সিডিল সহ সেলিম হোসেন (৪৫) ও সুমন সরদার ( ২৬) গ্রেফতার করেন থানার পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় চৌগাছা টু ঝিকরগাছা রোডে লেবু তলা নামক স্থানে গোপন সংবাদভিত্তিতে ঝিকরগাছা উপজেলার ছুুটিপুর গ্রামের আকতার আলীর ছেলে সেলিম হোসেন ও মৃত মোসলেম সরদারের ছেলে সুমন সরদার ২ মাদক ব্যবসায়ী ছুটিপুর থেকে কামকলাপুর মুখো আসছিল উৎপেতে থাকা দশপাকীয়া ফাঁড়ির এ এস আই সাঈদ শেখ সহ পুলিশ সদস্যরা প্যাকেট ভর্তি ১৪ বোতল ফেনন্সিডিল ও ২ জনকে আটক করতে সক্ষম হয়। থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন ১৪ বোতল ফেনন্সিডিল ২ জন মাদক ব্যবসায় আটক করা হয়েছে সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত