শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় এক প্রতারকের ফাঁদে অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবার। জমিসহবাড়ী কিনেও দখলে পাচ্ছেন না এ শিক্ষক পরিবারটি।
২৮ (নভেম্বর) বিকালে প্রেসক্লাব চৌগাছায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সোহরাব হোসেন লাল। লিখিত অভিযোগে তিনি বলেন, চৌগাছা পৌর শহরের বাকপাড়া গ্রামের মৃত ইয়াকুব্বার ওরফে আলী আহম্মেদের ছেলে পোল্ট্রি মুরগীর ব্যবসায়ী আমির আলীর নিকট থেকে আমি বসবাসের জন্য জমিসহ একটি বাড়ী ক্রয় করি। যার দলিল নম্বর ৩৪৩৫ তারিখ ০৭/০৪/২০১২ ইং চৌগাছা মৌজা জমির পরিমান ৩.২২ শতক। আমির আলী কিছু দিনের জন্য আমার ক্রয়কৃত বাড়ীতে থাকতে চাই। প্রতারক আমির আলী কুটকৌশল করে আমাকে বলে আমি অনেক দায়দেনা গ্রস্থ। আমার বাড়ি-জমি বিক্রয় হয়েছে অন্য পাওনাদাররা জানতে পারলে তাদের টাকার জন্য আমাকে ব্যাপক চাপ দিবে। আমার সরলতার সুযোগ নিয়ে সে আমার ক্রয়কৃত বাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতে থাকে। পরে আমি বাড়ী ছাড়তে বললে সে নানা রকম ফন্দি আটতে থাকে। প্রতারক ও শুচতুর আমির আলী কেবল মাত্র আমাকে নয় বেশ-কয়েকটি পরিবারকে সে প্রতারণা করে পথে বসিয়েছে। পরে আমি কোন উপয়ান্তর না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট গেলে সামাজিক ভাবে সবাই আমির আলীকে বাড়ী ছেড়ে দিতে বলেন। এ ভাবে ৩ বছর পার হওয়ার পরেও যখন সে বাড়ী ছাড়েনা এবং আমাকে ঘরভাড়াও দেয় না। সে অন্যায় ভাবে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিতে থাকে। বাধ্য হয়ে প্রথমে তার নামে আমি ফৌজদারী মামলা দিই, এতেও কোন সমাধান না হওয়ায় দিত্বীয়বার আমার জমি উদ্ধারের জন্য ১৩/১১/২০১৬ ইং তারিখে আমি বিবাদি প্রতারক আমির আলীর নামে যশোর জজকোর্টে জমি উদ্ধারের জন্য উচ্ছেদ মামলা দিই। এক পর্যায়ে আমি বলি জমি অন্য জায়গায় বিক্রয় করে আমার টাকা দিয়ে দেও। প্রতারক আমির আবারো নতুন ফাঁদ পাতে। অতিসম্প্রতি প্রতারক আমির আলী আমার বাড়িটি চৌগাছা শহরের ফার্ণিচার ব্যবসায়ী লিটন হোসেন নামে এক ব্যক্তির নিকট চুরি করে বিক্রি করে দেওয়ার পায়তার করে। বিষয়টি আমি জানতে পেরে আবারো স্থানীয় সেই গণ্যমান্য ব্যক্তিদের জানায়।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ ফার্ণিচার ব্যবসায়ী লিটন হোসেনকে ডাকলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে উপস্থিত সকলের অনুরোধে পোট্রি আমিরকে বাড়ী ছেড়ে দেওয়ার জন্য আবারো ৬ লাখ ২০ হাজার টাকা দিই। এ টাকা নিয়ে আমির আলী বাড়ী ছেড়ে দেয়। পরে আমি দখলে নিয়ে বসবাসে জন্য সংস্কার কাজ শুরু করি। পরে প্রতারক আমির আলী রাতের আঁধারে আমার বাড়ীর গ্রীল ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে এবং তার ব্যবহারের মালামাল ঘরে তুলেছে। আমি এক জন প্রাইমারীর অবসর প্রাপ্ত শিক্ষক সরল মানুষ। প্রতারক আমির তার ভাড়াটিয়া সন্ত্রীদের দিয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাসসহ নানা হুমকি-ধামকি অব্যহত রেখেছে। আমি আমার বসতবাড়ী ফিরে পেতে প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী নিলুফার ইয়াসমিন ও ভাতিজা অমিত হাসান প্রমুখ।
প্রেসক্লাব চৌগাছায় সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে চৌগাছা থানার নবাগত ওসি পায়েল হোসেন বলেন, আমি মাত্র কয়েকদিন হয়েছে এই থানায় যোগদান করেছি। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
রাতদিন সংবাদ/ এহসান জামিল-১৩