Saturday, October 5, 2024

চুয়াডাঙ্গা সড়কে পথচারী ও গাড়ি চালকদের কুপিয়ে ডাকাতি

- Advertisement -

পথচারী ও গাড়ি চালকদের কুপিয়ে চুয়াডাঙ্গার জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ একদল ডাকাত মুখোশ পরে ২৫-৩০টি গাড়ি থামিয়ে ডাকাতি করে।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ১০টার দিকে সড়কটির কনটেক মিলের কাছাকাছি স্থানে বিদ্যুতের খুঁটি ফেলে ব্যারিকেড দেওয়া হয়। এরপর ১৫-১৬ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেয়। বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা।

আহতদের কয়েকজন পরে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। ডাকাতদলের সদস্যদের বেশিরভাগই হাফপ্যান্ট ও লুঙ্গি পরা অবস্থায় ছিল। রাম দা ও হাসুয়া নিয়ে ভীতি সৃষ্টি করে তারা ডাকাতি করে।

ডাকাতদলের অস্ত্রের আঘাতে আহত ট্রাক চালক আব্দুল ওয়াহেদ বলেন, ওই পথে ট্রাক চালিয়ে যাওয়ার সময় আমি ডাকাতদলের কবলে পড়ি। ডাকাতরা মুখোশ পরা অবস্থায় ছিল। তারা আমার পিঠে রামদা দিয়ে কোপ মারে। পরে আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ডাকাতরা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ওখানে ব্যারিকেড দিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তারা দুজনের কাছ থেকে ৩০ ও ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, বেশ কয়েকজনকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এর মধ্যে দুজন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি কয়েকজন সাধারণ আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে অভিযান চালানো হচ্ছে।

রাতদিন সংবাদ/জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত