যশোরের চিহ্নিত সন্ত্রসী ও একাধিক মামলার আসামি সাগর হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ত আবেদনের শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাগর শহরের রেলগেট চোরমারা দিঘিরপাড়া এলাকার আব্দুল আলীম ওরফে ঢ্যাপ পকেটমারের ছেলে।
এরআগে গত ১৪ নভেম্বর বিকেলে যৌথবাহিনীর সদস্যরা গোপন সূত্রে সংবাদ পেয়ে রেলগেট চোরমারা দিঘিরপাড়ের পশ্চিমাপাশের বাড়ির সামনে থেকে সাগরকে পাকরাও করে। সে সময় সাগর দৌড়ে পালানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ওয়ান স্যুটারগান ও দুইটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানার এসআই এমরানুর কবীর বাদী হয়ে সাগরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসান মাহমুদ পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাতদিন সংবাদ