যশোরে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার শীর্ষ সন্ত্রাসী রুবেল অরফে কপালকাটা রুবেলকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আসামী আশ্রম রোড এলাকার তরিকুলের ছেলে রুবেল ওরফে কপালকাটা রুবেল (৩১)।
মঙ্গলবার দুপুর দুইটায় গোপনসংবাদের ভিত্তিতে শহরের কোল্ডস্টোরেজ মোড় এলাকায় র্যাব-৬ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে।
র্যাব-৬ সুত্রে জানন, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে যশোর রেলষ্টেশনে তারা একত্রিত হয়েছিল ভিকটিম জুম্মান (৩৪) কে হত্যা করার জন্য।
ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রাসেল বলেন, পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য রুবেল অরফে কপালকাটা রুবেলকে খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-১১