- Advertisement -
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক বন্দিরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগারে কিছু বন্দি বিশৃঙ্খলা সৃষ্টি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।’
তিনি আরও জানান, কারাগার থেকে কোনও বন্দি পালিয়েছেন কিনা কিংবা কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এর আগে, ৫ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলা করে বন্দি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সে সময় কারারক্ষীরা গুলি ছুড়ে হামলাকারীদের প্রতিহত করেনে।
-অনলাইন ডেস্ক
- Advertisement -