- Advertisement -
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড হলুদের মিল মোড়ের ফুড সেন্টার নামে একটি দোকানে সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের সার্টারের তালা ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
দোকান মালিক সোহেল হোসেন জানান, তার দোকানে খাদ্য সামগ্রী ছাড়াও নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি করেন। এছাড়া তিনি বিকাশের একজন এজেন্টও। সোমবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন মঙ্গলবার সকালে দোকানে এসে চুরির বিষয়টি টের পান। দুর্র্বৃত্তরা সার্টারের লক এবং তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা, ১টি এন্ড্রোয়েড মোবাইল ফোনসেট, বিভিন্ন কোম্পানির সিগারেট, বোতলজাত সোয়াবিন এবং সাবানসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রাতদিন সংবাদ/আর কে-১৫
- Advertisement -