Saturday, September 14, 2024

খড়কিতে এক নারীকে মারপিট ও শ্লীলতাহানি মামলায় ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট

- Advertisement -

যশোর শহরের খড়কির এক নারীকে মারপিট ও শ্লীলতাহানির ঘটনায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই সুকুমার কুন্ডু এই চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে অভিযুক্তরা হচ্ছেন-খড়কি পীরপাড়ার মতিয়ার রহমানের ছেলে আলোচিত সন্ত্রাসী আক্তারুজ্জামান ডিকু ও তার বোন রুনা, আব্দুল খালেক গাজীর ছেলে আল-আমিন, রুহুল আমিন ও মেয়ে রুবিনা, সাহেব আলীর ছেলে রাজু, জব্বার আলীর ছেলে ইমন, কাশেম গাজীর ছেলে কামরুল ও আরিফ, মৃত আল-আমিনের স্ত্রী মারুফা, আব্দুল জলিলের ছেলে শামীম, কাদের গাজীর ছেলে মিজান, আব্দুল মাজেদের ছেলে সাগলাইন, নওয়াব আলীর ছেলে মোহাম্মদ আলী, মৃত রিফাতের ছেলে সাহেব আলী ও আলমগীর হোসেনের ছেলে শামীম।
মামলা সূত্রে জানা গেছে, উল্লিখিতরা এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কর্মকা-ের সাথে জড়িত। একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম এ ঘটনার প্রতিবাদ করলে তারা তার ওপর ক্ষিপ্ত হন। এর জের ধরে গত ২৫ জুলাই তারা সাজেদা বেগমকে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারপিট করলে তিনি জখম হন। সেই সাথে আসামিদের কয়েকজন তার শ্লীলতাহানি ঘটান এবং গলার সোনার চেইন ছিনিয়ে নেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত