সুপ্রিম কোটের আদেশে বলা হয়েছে,দশ দিনের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে । যদি আত্মসমর্পণ না করে তাহলে তাদেরকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এম. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন।জামিন জালিয়াতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আদালত বলেন, এই যদি জালিয়াতির নমুনা হয় আমরা কোথায় যাব? হয়ত আমাদের দণ্ডবিধির ৩০২ ধারার মামলার জামিন আবেদনের শুনানি গ্রহন বন্ধ করে দিতে হবে। এভাবে কত জামিন জালিয়াতি হয়েছে কে জানে। এভাবে কোর্টের সঙ্গে প্রতারণা করলে আমরা জজিয়তি করব কিভাবে?এদিকে জামিন জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জালিয়াতিতে আইনজীবীর সম্পৃক্ত পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্তকারী কর্মকর্তাকে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানি করেন।জামিন বাতিল হওয়া আসামিরা হলেন, শেখ সাইফুল ইসলাম, আব্দুর রহমান, খালিদ শেখ, ইস্কান্দার শেখ, জমির শেখ, জিয়ারুল শেখ ও আব্বাস শেখ।গত বছরের ৭ আগস্ট খুলনার তেরখাদায় পূর্ব শত্রুতার জেরে নাঈম শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন নিহতের বাবা হিরু শেখ (৫৫)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পরদিন তেরখাদা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মাহফুজা বেগম। এই মামলার এজাহার, নিম্ন আদালতের জামিন না-মঞ্জুরের আদেশের অনুলিপি ও আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরিবর্তন করে গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন হাসিল করেন এই সাত আসামি। জাল-জালিয়াতির আশ্রয় করে নেওয়া জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল ওই আবেদনের ওপর শুনানি হয়।শুনানিতে ডিএজি সাইফুদ্দিন খালেদ বলেন, মামলার মূল এজাহার পরিবর্তন করে জালিয়াতি চক্র নিজেরাই এজার সৃজন ও নিম্ন আদালতের আদেশের অনুলিপি তৈরি করেছে। আর যিনি আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনানি নিয়ে হাইকোর্ট জামিন বাতিলের নির্দেশ দেয়। এদিকে একই মামলায় মাহবুর শেখসহ তিন আসামির জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এদের নাম এসেছে। এই মূহুর্তে জামিন নয়। বিচারের মুখোমুখি হোক।