Monday, November 4, 2024

খুলনায় বোমা ফাটিয়ে দিনেদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

- Advertisement -

খুলনা নগরীর দৌলতপুর থানার কালীবাড়ি বাজারে দিনে দুপুরে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা দত্ত জুয়েলার্স থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ নাজিম উদ্দিন নামে একজনকে আটক করেছে। 

দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্তের ছেলে শুভ কুমার দত্ত জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে ৫ জনের একদল ডাকাত প্রাইভেটকারে করে দোকানের সামনে আসে। তারা অস্ত্রের মুখে তার বাবাকে জিম্মি করে দোকান থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট করে। এরপর তারা গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

খুলনা জেলা জুয়েলার্স মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর কর্মকার জানান, খবর পেয়ে তারা এখানে এসেছেন। ডাকাতরা কাঁচের শো-কেইস ভেঙে তার মধ্যে থাকা স্বর্ণালংকার ও ড্রায়ারে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে। তিনি বলেন, দিনে দুপুরে এমন ঘটনায় জুয়েলার্স মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বাজারের ব্যবসায়ীরা জানান, গুলি ও বোমার শব্দ পেয়ে তারা দত্ত জুয়েলার্সের দিকে এগোতে থাকলে ডাকাতরা আবারও বোমা বিস্ফোরণ ঘটায়। ডাকাতদের গাড়ির সামনে একটি বেঞ্চ ফেলে প্রতিরোধের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

খুলনা সিআইডির এসআই মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) বি এম নুরুজ্জামান জানান, খবর পেয়ে তারা ডাকাতদের আটক করার জন্য অভিযান শুরু করেছেন। পরে ফুলতলা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নিজের নাম নাজিম উদ্দিন বলে জানিয়েছে।

তিনি জানান, দোকানের মালিক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর বলা যাবে কী পরিমাণ স্বর্ণালংকার ও নগদ কত টাকা লুট হয়েছে।

পুলিশের অপর একজন কর্মকর্তা জানান, আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে তার অন্য সহযোগীদের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদেরকেও আটক করার জন্য চেষ্টা করা হচ্ছে।

রাতদিন-অনলাইন ডেস্ক-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত