খাগড়াছড়ি দীঘিনালায় নিখোঁজের ছয় দিন পর শিশু মো. রিহাদকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জানা যায়, গত ২১ নভেম্বর দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী বাঙ্গালী পাড়ার ১ বছর ৬ মাস বয়সী শিশু রিহাদ নিখোঁজ হয়। পরদিন ২২ নভেম্বর শিশুটির বাবা মো. গিয়াস উদ্দিন দীঘিনালা থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তি সহযোগিতায় কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় শিশু রিহাদসহ অপরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে শিশুটিকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
দীঘিনালা থানা ওসি মো. জাকারিয়া বলেন, ‘তথ্যপ্রযুক্তি সহযোগিতায় শিশুটির অবস্থান শনাক্ত করে শিশু রিহাদকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জিডি আবেদনকারী ও শিশু অপহরণকারী উভয়ে আত্মীয় হওয়ায় তারা কোনো অভিযোগ বা মামলা করবেন না বলে মুচলেকা দিয়েছেন।’
অনলাইন ডেস্ক/ এহসান জামিল-২২