সিটি গোল্ডের গহনা ও কসমেটিকসের গোডাউন থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছেন যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শনিবার দুপুর একটার দিকে উপশহর জি ব্লকের ৭ নম্বর সেক্টরের ৩৮ নম্বর বাড়ির নীচতলার গোডাউন থেকে ওই মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
এই ঘটনার সাথে জড়িত ব্যবসায়ী আব্দুর রহমান হাসুকে আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার হাশিমপুর পূর্বপাড়ার মৃত হাসানুজ্জামানের ছেলে।
উপপরিচালক আসলাম হোসেন জানিয়েছেন, হাসু ভারত থেকে বিভিন্ন কসমেটিকস ও সিটি গোল্ডের গহনা দেশে নিয়ে এসে ব্যবসা করেন। এই ব্যবসার আড়ালে তিনি মাদক দ্রব্য গোপনে নিয়ে এসে তা বিক্রি করেন। দীর্ঘদিন ধরে তিনি এই ধরনের কারবার করেন। উপশহর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে গোডাউন বানিয়ে গোপনে মাদক দ্রব্য রেখে দেন। সেখানে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ৩৭ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-২৪