Saturday, September 14, 2024

আরবপুর মোড় থেকে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী অপহরণের ঘটনায় মামলা

- Advertisement -

প্রকাশ্য যশোর শহরের আরবপুর মোড় এলাকা থেকে ষষ্ঠ শ্রেনির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। ঘটনার ১০ দিন পর ভিকটিমের পিতা কর্পোরাল শরীফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। তিনি রংপুর জেলার কোতয়ালি থানার জুম্মাপাড়া গ্রামের মৃত মঈনউদ্দিন মোল্যার ছেলে।মামলার আসামিরা হলেন পালবাড়ী এলাকার রবিউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম, একই এলাকার কালামের ছেলে আহাদ ও নুরপুর গ্রামের এনায়েত।
মামলায় বাদী উল্লেখ করেন, তার মেয়ে সুমাইয়া ইসলাম মৈশি ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। তার মেয়ে বিভিন্ন সময় কেনাকাটা করতে আরবপুরসহ বাজারে আসা যাওয়ার সময় আশরাফুল ইসলামের সাথে পরিচয় হয়। আশরাফুল ইসলাম মৈশিকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। পরে মৈশি বিষয়টি তার পরিবারকে জানায়। গত ১৩ আগষ্ট মৈশি কেনাকাটা করতে বাড়ি হতে বিকেলে আরবপুর মোড়ে আসলে বিকেল ৪ টার পর আশরাফুল ইসলামসহ তার সহযোগী আসামীরা মৈশিকে প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যায়। মৈশির ভাই মুহাইমিনুল ইমলাম মাহিনসহ স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পায়। পরবর্তীতে শরীফুল ইসলাম বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে আসামীদের নাম সংগ্রহ করে শনিবার রাতে কোতয়ালী মডেল থানায় এ মামলা করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত