Tuesday, December 3, 2024

আন্দোলনে নিহত ছাত্রের মরদেহ ১১২ দিন পর উত্তোলন

- Advertisement -

মাগুরায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমন শেখ নামে (১৭) এক শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে

নিহত হওয়ার ১১২ দিন পর আদালতের নির্দেশে সোমবার (২৫ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলায় বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদ্রাসা কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

জানা যায়, ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মহম্মদপুর সদরে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমন। ওই দিন ময়নাতদন্ত ছাড়াই তার লাশ নিজ গ্রামে দাফন করা হয়।

মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মুন্সি রাসেল হোসেনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

মামলার তদন্তের স্বার্থে আদালত সুমনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান। এ মামলায় এখন পর্যন্ত ৭ জন নামীয় ও দুজনকে অজ্ঞাত নামায় গ্রেপ্তার করা হয়েছে।

 

রাতদিন সংবাদ

এজে/২৪

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত