Monday, October 7, 2024

অভয়নগরে সন্ত্রাসী হামলায় নিহত ১ আহত ২

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক- যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা ২ নং ওয়ার্ড মশরহাটী গ্রামে, ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় বৃপ্সতিবার রাত সাড়ে বারটার দিকে, বসতবাড়িতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রদিয়ে রাতের আধারে ৩ জনকে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়।

এসময় বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের লোক ছুটে এসে তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে, মতিয়ার বিশ্বাস (৪৫) নামে একজনকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। গুরুত্বর জখম অবস্থায় অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা হলেন, একই গ্রামের আঃ হালিম (৩৪) ও মনিরুল ইসলাম (৩৮)।

রাতদিন নিউজ

নিহতের স্ত্রী মিম খাতুন জানান,বৃপ্সতিবার রাত সাড়ে বারটার দিকে হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামীসহ পাশের বাড়ির হালিম ও মনিরুলকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় আমার স্বামী মতিয়ার প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে কোপাতে থাকে। আমার স্বামী নিস্তেজ হয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তার নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর দুইজনকে একই ভাবে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মতিয়ারকে মৃত ঘোষণা করেন ও অপর দুইজনকে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। তাদের অবস্থা আশংঙ্কাজনক।

এ ঘটনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশী অভিযান চলমান রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এ হামলার প্রকৃত কারন জানা সম্ভব হয়নি।

রাতদিন সংবাদ,জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত