বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার একাতারপুর গ্রামের প্রতিবন্দি ছেলে শরিফুল ইসলাম শাকিব হত্যাকান্ডের সথে জড়িত ঘাতক পিতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাইস্পীড শিপ বিল্ডার্স লিমিটেডের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুজিবর রহমান এই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে শিকার করে।
তিনি আরও বলেন, শরিফুল ইসলামের উপর বিরক্ত হয়ে গত ১৯ সেপ্টেম্বর আনুমানিক রাত আড়াইটার দিকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ সোবার ঘর থেকে টেনে নিয়ে পাশের ণির্মানাধীন ঘরের বালু খুড়ে সেখানে চাপা দিয়ে পালিয়ে যায়।
পুলিশ আটকের কথা শিকার করে বলেন, সাকিব হত্যার পর থেকে পিতা পলাতক ছিলো। আমরা তাকে আটকের জন্য অভিযান অব্যহত রাখি। এরপর তথ্য প্রযুক্তির সহযোগিতায় হত্যাকান্ডে সাথে সরাসরি জড়িত মুজিবর রহমানের অবস্থান শনাক্ত করতে পারি। এরপর বৃহস্পতিবার সকাল ৬টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাইস্পীড শিপ বিল্ডার্স লিমিটেডের সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
আর কে-০১