Saturday, October 12, 2024

অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় দুই বাংলাদেশি আটক

- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আটক হওয়া ওই দুই জনকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

তারা হলেন- নাসিরনগর উপজেলার দক্ষিণ সিংহগ্রামের নগেন্দ্র ভৌমিকের ছেলে নরেন্দ্র ভৌমিক (৫০) ও নারায়ণ ভৌমিকের ছেলে বিশ্বজিৎ ভৌমিক (২৫)। প্রায় একমাস আগে তারা হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

বিজিবি থেকে পাওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানায় গেছে, সীমান্তে দায়িত্বরত বিজিবি টহলরত অবস্থায় ওই দুই জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, আগরতলার লঙ্কামোড়া এলাকার সমীর নামে একজনকে ১২ হাজার ও আখাউড়ার আব্দুল্লাহপুরের শামস ভূঁইয়ার ছেলে আরিফকে দুই হাজার টাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। এর আগে তারা চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যান।

রাতদিন -আন্তর্জাতিক ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত