Friday, March 29, 2024

নড়াইলের নিরিবিলি পিকনিক স্পটে র‌্যাবের অভিযান, বন্যপ্রাণী উদ্ধার ও জরিমানা

নড়াইল লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটে অভিযান চালিয়েছে র‌্যাব-৬।  খুলনা ও যশোর টিমের যৌথ অভিযানে নিরিবিলি থেকে চার প্রজাতির ছয়টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পিকনিক স্পটের মালিক সাহিদুল ইসলামের কাছথেকে  ২৫ হাজার জরিমানা আদায় করা হয়েছে । ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। এসময় অবৈধভাবে নিরিবিলি পিকনিক স্পটে রাখা ১টি মেছোবিড়াল, ১টি অজগর, ২টি বানর, ও ১টি ভল্লুক উদ্ধার করা হয়। র‌্যাবের এ অভিযানে অংশ নেন পুলিশ সুপার (র‌্যাব-৬)  আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, র‌্যাব ৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান ও এ এসপি এইচ এম শফিকুর রহমান । অভিযানে আরও অংশ নেন  নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং বন্যপ্রানী ব্যবস্থাপনা ও সংরক্ষক কর্মকর্তা রাজু আহমেদ।  পরে উদ্ধারকৃত  বন্যপ্রানী রাজু আহমেদের নিকট হস্তান্তর করা হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত