Wednesday, April 24, 2024

বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গৃহহীন ৫ পরিবার পেলো জমি ও ঘর

- Advertisement -

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়ায় ঈদ উপলক্ষে ৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গৃহ একযোগে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে (দেশ ব্যাপী) জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন, ওসি তদন্ত মকবুল হোসেন, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসাবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার রায়পুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের হায়দার আলী, আজমপুর গ্রামের আলামিন হোসেন, রামকৃষ্ণপুর গ্রামের টিটু মিয়া, বাসুয়াড়ি ইউনিয়নের খলিলপুর গ্রামের খাদিজা বেগম ও তুরাপ হালদারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত