Friday, April 26, 2024

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে লিটন বিশ্বাস (৩২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটন বিশ্বাসের নেতৃত্বে একদল মাদক চোরাকারবারী ভারত থেকে মাদক পাচার করছিলেন। এ সময় ১৫১-৬(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হলে অপর চোরাকারবারীরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে।

- Advertisement -

পরে বিএসএফ লিটন বিশ্বাসের লাশ উদ্ধার করে হোগলবেড়িয়া থানায় সোপর্দ করে। প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ’র গুলিতে লিটন নামে এক মাদক চোরাকারবারী নিহত হয়েছেন। লাশ ফেরতের বিষয়ে বিজিবি’র কাছে বিএসএফ কোন পত্র দেয়নি বলে উল্লেখ করেন তিনি।

অনলাইন ডেস্ক

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত