Saturday, April 20, 2024

রোনালদো-সানচোর গোলে নকআউট পর্বে ইউনাইটেড

ভিলারিয়ালের মাঠে ২-০ গোলে জয় পায় রোনালদোর ইউনাইটেড, আর তারই সাথে নকআউট পর্বও নিশ্চিত করলো তারা।

ভিলারিয়ালের মাঠে খেলা হওয়ায় পুরো ম্যাচে চাপে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বল পজিশন, গোল পোস্টে সট নেয়া সব কিছুতেই এগিয়ে ছিল ভিলারিয়াল। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের দলে যে রয়েছে রোনালদো।

ম্যাচের শুরুতেই পিছিয়ে যেত ইউনাইটেড। স্কট ম্যাকটমিনের ভুলে ভিয়ারিয়ালের মোই গোমেজ বল ধরে জোরালো নিচু শট নেন, ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক ডেভিড ডে গিয়া। সেই চাপ ধরে খেলে অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিল খ্যাত ক্লাবটি। প্রতিপক্ষের ভুলকে পুঁজি করে দলকে পথ দেখালেন পর্তুগিজ তারকা। আর সেই রোনালদোই দলকে এগিয়ে দেয় ৭৮ মিনিটে। এরপর ৯০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় নিশ্চিত করেন দলের হয়ে নিজের প্রথম গোল করা জেডন সানচো। স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করলো রোনালদোর দল।এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ম্যাচের সবকটিতে গোল করেছেন রোনালদো। এবারের চ্যাম্পিয়নস লিগে তার গোল সংখ্যা ৬। আর চ্যাম্পিয়নস লিগে রোনালদোর মোট গোলসংখ্যা এখন ১৪০।

রাতের অন্য ম্যাচে রবার্ট লেওয়ানডোস্কির অসাধারণ এক গোলে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বের ৫ ম্যাচ খেলে ৫ টিতেই জয় পেল জার্মান জায়ান্টরা। বায়ার্নের পরের ম্যাচ বার্সেলোনার বিপক্ষে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত