Tuesday, April 23, 2024

‘ব্লাড বাংলাদেশ’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুড়ামনকাটিতে নানা আয়োজন

- Advertisement -

স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি (যশোর) ॥ ব্লাড বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুড়ামনকাটিতে আলোচনা সভা, কোরআন শরীফ বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়েছে। শুক্রবার সকালে বাজারের জামির সুপার মার্কেটের  ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। পরে  চুড়ামনকাটি হাফিজিয়া মাদ্রাসায় সংগঠনের পক্ষে হাফেজ ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়।  আলোচনা সভায় সংগঠনের  উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চাকলাদার, বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন,  আবু সাঈদ, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ইউপি সদস্য আনিসুর রহমান, সাধারন সম্পাদক মিজানুর রহমান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে আগামী দুই বছরের জন্য ব্লাড বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠনের রায়হান উদ্দীনকে সভাপতি ও ফারহান আনজুম অনিককে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাব্বির আহমেদ, হাসনাত কবির, যুগ্ন সম্পাদক হাসিবুজ্জামান হাসিব, আল আমিন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ নাঈম, অর্থ সম্পাদক সোহাগ হাসান সাব্বির, সহ অর্থ সম্পাদক সুজিত কুন্ডু, প্রচার সম্পাদক ওবাইদুল ইসলাম, খেলাধুলা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান শিশির। সভাপতি রায়হান উদ্দীন বলেন গত এক বছরে ২ হাজার মানুষকে ফ্রি রক্ত দান করা হয়েছে । এছাড়া বিনা মূল্যে রক্তের গ্রুপ পরিক্ষার কাজ তাদের অব্যহত রয়েছে। তিনি সংগঠনকে গতিশীল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত