Wednesday, April 24, 2024

পেটের মেদ কমাবে যে পানীয়

- Advertisement -

মহামারির সময়টায় অনেককেই ঘরে থাকতে হয়েছে। সারাদিন বাড়িতে থেকে আর নানা ধরনের মুখরোচক খাবার খেয়ে ওজন বেড়েছে অনেকের। শরীরে যোগ হয়েছে বাড়তি মেদ। আগে শরীরচর্চার অভ্যাস থাকলেও অলসতায় হয়তো তা নিয়মিত করা হয়ে উঠছে না। সব মিলিয়ে মেদ জমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে।

বাড়তি মেদ থেকে বাঁচতে নিজের যত্ন নেওয়া শুরু করুন। এতে শরীরের পাশাপাশি ভালো থাকবে মনও। সুস্থ থাকার জন্য ডিটক্সিফিকেশন জরুরি। এর অর্থ হলো শরীর থেকে দূষিত ও ক্ষতিকর পদার্থ বের করে দেওয়া। এই কাজে সাহায্য করতে পারে বিভিন্ন ধরনের পানীয়। ডিটক্সিফিকেশন ও ওজন কমানোর ক্ষেত্রে শসা ভীষণ উপকারী। বিভিন্ন উপায়ে শসা খেয়ে ওজন কমানো সম্ভব।

শসা কীভাবে ওজন কমায়?

পরিচিত সবজি শসা। এটি কাঁচা খাওয়া যায়। শসার সালাদ অনেকের কাছেই প্রিয়। শসায় আছে ভিটামিন সি এবং কে, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফ্লেভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফসফরাস। আপনি যদি ওজন কমানোয় জন্য খাবারের তালিকায় শসা যোগ করেন তবে তা হজমশক্তি ভালো রাখার পাশাপাশি দূর করবে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও। শসায় কম ক্যালোরি এবং বেশি দ্রবণীয় ফাইবার থাকে।

ডিটক্সিফিকেশন

শসা পাচনতন্ত্র এবং লিভারের কাজ চালিয়ে যেতে সাহায্য করে। এটি সহজেই শরীরকে ডিটক্সিফাই করে। শসা খেলে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই। তাই নিশ্চিন্তে খেতে পারেন। শসা খেলে বারবার খাওয়ার ইচ্ছা অনেকটাই কমে যায়, ফলে বাড়তি ওজনের ভয়ও থাকে না। এক জরিপে দেখা গেছে, যারা টানা এক সপ্তাহ শসার পানীয় পান করেছেন, তাদের ওজন কমেছে প্রায় ২-৩ কেজি।

পানির ভারসাম্য বজায় থাকে

শসার জলীয় গঠন কয়েকটি ভিটামিন, খনিজ এবং ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ। ফলে এটি শোষণ করা সহজ হয়। শসায় আছে অন্ত্রের জন্য উপকারী ফাইটোস্ট্রোজেন এবং হজমকারী এনজাইম। এটি শরীর ঠান্ডা রাখে। গরমের সময়ে শরীরে পানির ভারসাম্য বজায় রাখে।

শসার পানীয় যেভাবে তৈরি করতে যা লাগবে

শসা- ১টি

পানি- ১ গ্লাস

লেবু- প্রয়োজন অনুযায়ী

বিট লবণ- সামান্য।

যেভাবে তৈরি করবেন

শসা ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা টুকরো করে কেটে নিন। এবার শসার টুকরাগুলো একটি জার বা কাচের বোতলে রাখুন। এবার এর সঙ্গে কিছু লেবুর টুকরা যোগ করতে পারেন। এর সঙ্গে মেশান পানি। এবার এই পানীয় সারারাত ফ্রিজে রেখে দিন। সকালে উঠে খালি পেটে পান করুন এই ডিটক্স ওয়াটার। এই পানীয় নিয়মিত পান করলে পেটের চর্বি গলবে দ্রুত। এই পানীয় পানের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করুন।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত