Friday, March 29, 2024

তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

- Advertisement -

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা যমুনা পয়েন্টে গত কয়েকদিন ধরে পানি বাড়ছেই। যমুনা নদীতে পানি বাড়ায় পদ্মা নদীতেও পানি বাড়ছে।  এতে করে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।শুক্রবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি)  আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।মহীউদ্দীন রাসেল জানান, স্বাভাবিক সময়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপারে ৩০ মিনিটের মতো সময় লাগতো। তবে পদ্মার পানি বাড়ায় তীব্র স্রোতে ফেরিগুলো পারাপারে ১০ থেকে ১৫ মিনিট সময় বেশি নিচ্ছে। ফলে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনগুলোকে ফেরিতে উঠতে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় সাড়ে তিনশো ট্রাক, ৫০টির মতো দূরপাল্লার বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। ছোট গাড়ি পারাপার স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।যমুনা নদীর আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন জানান,  গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। পানি যত বৃদ্ধি পাচ্ছে তত নদীতে স্রোত বাড়ছে। যমুনার পানি বাড়াতে পদ্মার পানি বেড়েছে।বিআইডব্লিটিসি আরিচা  কার্যালয়ের ডিজিএম মো.  জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও  সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে এক ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে।

- Advertisement -

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত