Saturday, April 20, 2024

যশোরে যুব দিবসে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের নানা কর্মসূচী

যুবকরা চাইলেই পারে বিশ্বকে পরিবর্তন করতে, এই ধারণা টি শুধু চিন্তাধারার মধ্যে সীমাবন্ধ না রেখে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার। ১২ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস-২০২১ পালন উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার যশোর জেলা কমিটি। কর্মসূচীর   অংশ হিসেবে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার যশোর জেলা কমিটির সদস্যরা যশোর যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করেন। এসময় যশোর যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী উপপরিচালক জাকির হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত যুবকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করেন জেলা কমিটির সদস্যরা। জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার যশোর জেলা কমিটির প্রেসিডেন্ট মো. আলফাজ উদ্দিন, ভাইস-প্রেসিডেন্ট খন্দকার রিফাতুজ্জামান আলিফ, সাধারণ সম্পাদক মাশিয়াত মোর্তজা, যুগ্ম সম্পাদক শেখ রায়হান কিবরিয়া, প্রজেক্ট লিডার গালিব হাসান, মাহমুদ হাসান, সাজিদ হাসান, শাহরিয়ার রহমান, উপদেষ্টা সালমা খানম সহ অন্যান্য সদস্যরা। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গনে বৃক্ষরোপণে অংশ নেন সদস্যরা। পরে যশোর নিউমার্কেট এলাকায়  মাস্ক বিতরণ ও করোনা সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা চালান তারা। সর্বশেষ ইয়ুথ চেঞ্জ মেকারের সদস্যরা দুঃস্থ মানুষদের মাঝে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে  আন্তর্জাতিক যুব দিবসের কর্মসূচী সমাপ্ত ঘোষণা করে।
প্রেস বিজ্ঞপ্তি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত