Thursday, April 18, 2024

করোনা-শপিং বিড়ম্বনা: ভাগণী গেল শপিং এ মায়ের অনুরোধে

ঈদের বাজার, গরমে নিস্তার নাই, তবুও যেতে হয়েছে, প্যাকেট বইতে হবে তাই। বাজারে ভীষণ ভীড়, করোনার মাঝেও ছেড়েছে সবাই নীড়। সাহসি সবাই, কে কার কথা শোনে; দোকানে, ক্লান্ত ভাগণী তাই বসেছে এক কোণে। কিন্ত এ কি! কোথা হতে এল এই হতচ্ছুড়ি বুড়ি, সাথে নিয়ে মস্ত এক ভুড়ি। এবার ভাগণী আমার হয়ে গেল গরম, যদিও ভুড়ির ঠাসাটা ছিল বেশ নরম। করোনার তিন ফুটে নিয়ম, মানছে না সে নম্র অনুরোধ, দিশেহারা ভাগনীর তয় এবার রেগে উঠতেই হয়। মহিলাকে দেখাতেই হল ভয় ! ; “আমার করোনা, আসুন আপনাকে একটু জড়িয়ে ধরি।” এবার মহিলার চিত্ত কম্প, দোকান থেকে সে বের হল হন্তদন্ত।
লেখক : এ এস এম তারিফ হাসান 
প্রবাসি:কানাডিয়ান
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত