Thursday, March 28, 2024

অন্য রকম ঈদ

- Advertisement -

উন্মুক্ত পাখি বন্দি খাঁচায় রাত দিন ঝটপট
বদ্ধ ঘরে সদ্য শিশুর আগমন চিৎকার বাহিরে
থেকে অস্পষ্ট।                      
মাস ব্যপি  সিয়াম সাধনার বাধ ভাঙ্গা প্লাবন
আনন্দ ধারা খুশির জোয়ার,
দেখেছি যুদ্ধ,শত্রু সেনার আগমন ,সেনাদের
খোলা জীপের শব্দ,মুহূর্তে রাস্তা ফাঁকা জনহীন
শ্মশান। আতঙ্ক আর অজানা ভয় স্তব্ধ আনন্দ,
ধনী গরীব এক হয়ে কোলাকুলি আর কোলাহল
বছরের প্রাপ্তি,পূর্ণতা যেন ফিরনি পোলাও
ঈদ শুভেচ্ছা।
খরস্রোতা নদীর প্রবাহমান স্রোত
আপন গতিতে ছুটে সাগর মোহনায় নিজেকে
হারিয়ে, আনন্দ বাধ ভাঙ্গা উচ্ছাস
আটকে দেয়া ফারাক্কা বাধ
ধূ ধূ মরুভূমি বালুচর ।
দুর্ভাগ্য  ঘরবন্দি আমরা।নেই দলবেধে ঈদ আনন্দ ,
ঘুরাঘুরি আনন্দ পার্কে
বাধ সেধেছে করোনা কাল।
নতুন কাপড়ের গন্ধ সীমিত, অট্টহাসি উধাও,
এক ফালি চাঁদ আবার আসিবে ফিরে বছর ঘুরে
পুষিয়ে নেব ঈদ বোনাস ,হারানো আনন্দের।

- Advertisement -

লেখকঃ সিরাজুল ইসলাম তরফদার।

রাতদিন নিউজের লেখা প্রতিযোগিতায় অংশ নিতে এই লিংকে ক্লিক করুন

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত