Tuesday, April 23, 2024

করোনাময় ঈদে ছেলের কাছে বাবার লেখা চিঠি

- Advertisement -

স্নেহের খোকন,
আমার আর তোর আম্মুর স্নেহাশিস নিস্ ।বৌমা ও দাদুভাইয়ের জন্য রইল আমাদেের অনেক অনেক ভালোবাসা।আমিতো তোদের ডিজিটাল যুগের মানুষ নই, তাই মোবাইল, ম্যাসেঞ্জার, হটসঅ্যপ বাদ দিয়ে,    চিঠি লিখলাম। জানিস তো খোকা চিঠির ব্যঞ্জনাই আলাদা! যা সামনি বলা যায় না তা চিঠিতে প্রকাশ করা যায়। তাই আমরা যতই আধুনিক হই না কেন পুরাতনকে ভুলি কি করে! যাই হোক সকলে ভালো আছিসতো! এখন চলছে মাহে রমজান। রমজান শরীফের অসংখ্য হিকমত আছে।  ইসলামের পাঁচটি রোকনের মধ্যে অন্যতম হলো রোযা। তাই খোকা রোযা যেন একটাও বাদ দিস না, বউমাকেও বলিস রোযা রাখতে।কারণ রোযা হলো ফরজে আইন। রোযা রাখলে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়। রোযার যেমন ধর্মীয় ব্যাখ্যা আছে তেমনিবৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। রোযা থাকলে শরীর ও মন দুটোই সুস্থ ও  চাঙ্গা থাকে। আরও গবেষণায়  জানা গেছে রোযা রাখলে করোনার সংক্রমণের সম্ভাবনাও কম থাকে। তাই নিয়মিত রোযা রাখিস।সামনে ঈদ আসছে, কিন্তু করোনা মহামারী যে আকার ধারণ করছে তাতে তো ভয়ে পরাণটা কেঁপে উঠে। তাই বলছি, এবার আর বৌমা দাদুভাইদের নিয়ে গ্রামে আসার দরকার নেই। বাসায়ই ঈদ করিস। তোর আম্মুর একটু মন খারাপ হবে বৈকি। আমি তাকে বুঝিয়ে নেব। পাশের কোনো মসজিদে দাদুভাইকে নিয়ে সামাজিক দুরত্ব মেনে ঈদের নামাজ আদায় করে নিস।ঈদের কেনাকাটা করতে বাইরে বেরুসনে।পারলে অনলাইনে অল্প কিছু কেনাকাটা করার চেষ্টা করিস।বাইরে থেকে ঈদের গোস্ত বা অন্য বাজার আনলে বৌমাকে ভালো করে ধুয়ে রান্না করতে বলিস। ঈদে বাইরে ঘোরাঘুরি করবি না।
বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কারও বাসায় যাবি না। দাদু বৌমাকে নিয়ে ঘরেতেই থাকবি। নিজেদের মধ্যেই হাসি আনন্দ ভাগাভাগি করে নিবি খোকা! এক বছর ঈদে কেনাকাটা না করলে, ঘুরাঘুরি না করলে, গ্রামে না আসলে কিচ্ছুটি যায় আসবে না। কিন্তু একটা জীবনের যদি কিছু হয়ে যায় তাহলে অনুশোচনার সীমা থাকবে না। জীবন অনেক পড়ে আছে- খোকা, অনেক ঈদ আসবে, অনেক কেনাকাটা করতে পারবি, অনেক ঘুরতে পারবি। তাই একটা ঈদ মাটি হয়ে গেলে কিচ্ছু যায় আসবে না। এসবই তোদের জানা খোকা। তবুও বাবা-মায়ের মনতো! মানতে চায় না তাই বললাম। এত কথা বললাম, এত উপদেশ দিলাম। কিছু মনে করিস না।  তোকে এখনও আমরা যে সেই ছোট্টটিই মনে করি। তুই যে আমাদের একমাত্র সম্বল-রে খোকা! তোদের কারো কিছু হয়ে গেলে আমরা যে বেঁচে থাকতে পারব না।খোকা, তোরা আমাদের জন্য একেবারে ভাবিস না। আমাদের একভাবে না একভাবে চলে যাবে। এ ঈদে আমাদের ন্য কাপড় চোপড় কিচ্ছুটি পাঠানোর দরকার নেই। গতবারের সেগুলোতো  নতুনই  আছে। ভাঁজ ভাঙা হয়নি। ওতেই চলে যাবে এবারআমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের জীবনের কি আর কোন মূল্য আছে রে খোকা। এখন আমাদের শুধু একটাই চাওয়া যেন তোরা ভালো থাকিস  তোদের ভালো দেখেই যেন আমরা মরতে পারিভালো থাকিস খোকা। দাদুভাই, বৌমাকে ভালো রাখিস। আর যা যা বললাম মেনে চলিস।মহান আল্লাহ রাব্বুল আলামীন তোদের সকলের মঙ্গল করুক। আমিন-

ইতি-
তোর আব্বু ও আম্মু

লেখকঃঅরুণ বর্মন, শেখহাটি যশোর।

রাতদিন নিউজের লেখা প্রতিযোগিতায় অংশ নিতে এই লিংকে ক্লিক করুন

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত