Friday, March 29, 2024

‘মা’

- Advertisement -

আমার দুঃখ বাড়তে থাকে মায়ের অশ্রুজলে
আমার স্বর্গ তৈরি হয় মায়ের পদতলে।
আমার পিতামাতার জন্য গৌরব করতে অর্জন,
নিজের সকল সুখ দেবো আমি বিসর্জন।
তাদের কিভাবে আমি সুখ এনে দিতে পারি?
তাদের জন্য দেবো আমি সুখের জীবন ছাড়ি।
তাদেরকে আমি কখনো ছেড়ে নাহি যাবো,
তাদের কাছে থেকে আমি জান্নাতের দেখা পাবো।
তাদের জন্য তৈরি করবো সুখের একটি বাসা,
এ জীবনে পূরণ করবো তাদের সকল আশা।
এ দুনিয়ার সকল সুখ তাদের এনে দেবো,
তাদের সকল দুঃখ-কষ্ট নিজের করে নেবো।
আল্লাহ ও নবীর পরেই পিতামাতার স্থান,
কখনো নাহি করবো তাদের অপমান।
মায়ের পদতলে থাকে সন্তানের বেহেশত,
পিতামাতার সেবায় থাকবো সবসময় আমি ব্যস্ত।
জানিনা আমার স্বপ্ন সত্যি হবে নাকি,
এখনো অনেক স্বপ্ন দেখা রয়েছে আমার বাকি।
তারা আমার জীবনে খুবই মূল্যবান
তাদের দিয়ে সম্পূর্ণ হয় আমার এ জাহান।

- Advertisement -

লেখকঃ

হারিছুল ইসলাম হিরা

ঘোপ, সেন্ট্রাল রোড,যশোর।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত