Tuesday, April 23, 2024

মেহেরপুরে জামায়াতের সাত নারী কর্মীসহ আটক ৮

- Advertisement -

গোপন বৈঠকের সময়ে জামায়াতের সাত নারী কর্মীসহ আটজনকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। অভিযানে বাড়ির মালিক ও জেলা জামায়াতের রোকন মনিরুজামানকেও আটক করা হয়েছে।

এ সময় বিভিন্ন ধরনের নিষিদ্ধ ঘোষিত জিহাদি বই, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের লেখা বিভিন্ন ধরনের বইসহ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরের কলেজ পাড়া এলাকার আল মার্কাজুল মসজিদের পাশে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে ফাতেমা খাতুন, আশরাফুলের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা হুমায়রা, মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া আবুল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন, আমঝুপি মীর পাড়া গ্রামের রফিকুল আলমের মেয়ে সাদিয়া সুলতানা, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মো. ইয়াছিন আলীর মেয়ে সুরাইয়া বেগম, গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা এবং জামায়াত নেতা আলমের ছেলে মনিরুজ্জামান।

সদর থানার ওসি শাহ দারা খান জানান, মনিরুজ্জামানের বাড়িতে নারী কর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সদর থানার সেকেন্ড অফিসার শরিফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের মার্কাজুল মসজিদের সামনের ওই বাড়িটি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত